মঙ্গলবার ম্যাক্স হাসপাতাল পরিদর্শনে আসছে বিএমডিসি তদন্ত টিম

  • নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • ভুল চিকিৎসা ও কর্তব্যরত ডাক্তারের অবহেলায় নিহত সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে মঙ্গলবার (২৪ জুলাই) ম্যাক্স হাসপাতাল পরিদর্শনে আসছে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) তদন্ত টিম। সোমবার বিএমডিসির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
  • চিঠিতে বলা হয়েছে, বিএমডিসির চার সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার সকাল ৯টা থেকে ম্যাক্স হাসপাতালে সরেজমিন তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। তদন্ত কাজ পরিচালানায় সহযোগিতা করতে এ সময় ম্যাক্স হাসপাতালের চেয়ারম্যান ডা. শিব শংকর সাহা, মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদগুপ্ত, রাইফা খানের বাবা সাংবাদিক রুবেল খান, রাইফার মা ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্রদেব ও রাইফার চিকিৎসাকালীন কর্তব্যরত নার্স, ওয়ার্ডবয় ও আয়াকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
  • একই চিঠিতে রাইফাকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় রেকর্ড তদন্ত কমিটিকে সরবরাহ করতে বলা হয়েছে।
শেয়ার করুন