সিলেট বিএনপি-ছাত্রদলের ৩৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

  • সিলেট প্রতিনিধি
  •  সিলেট মহানগর পুলিশের কাছ থেকে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, সরকারি কাজে বাধা ও ক্ষতিসাধনের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই উপদেষ্টাসহ সিলেট বিএনপি ছাত্রদলের ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। রবিবার (২২ জুলাই) সিলেট মহানগর পুলিশ শাহপরাণ থানায় মামলা দায়েল করেন মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই ফয়েজ আহমদ শামীম। মামলায় অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা পুলিশের নিরাপত্তা হেফাজত থেকে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এছাড়াও তারা সরকারি কাজে বাধা ও সাধারণ মানুষের চলাচলে রাস্তা বন্ধ করে ক্ষতিসাধন করায় মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই বাদী হয়ে ৩৯ জনকে এজহার নামীয় আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজহার নামী আসামিদেরকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।
    তিনি আরও জানান, পুলিশ এ মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ ও ছাত্রদলকর্মী এনামুল হককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
    মামলার এজহার নামীয় আসামিরা হলেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ হক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সহ সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ সভাপতি সালেহ আহমদ খসরু, বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকিসহ ৩৯ জন নেতাকর্মী।
    উল্লেখ্য, শনিবার (২১ জুলাই) সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার কার্যালয় (দক্ষিণ) থেকে বিএনপি কর্মী রাসেল আহমদ ও সুমন আহমদ ছাড়িয়ে আনতে নেতাকর্মীদের নিয়ে পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপির মেয়র প্রার্থী আরিফ।

শেয়ার করুন