সিলেট সিটি নির্বাচন: পুরুষ ৫৩, নারী ৪৭

  • সাইফুল ইসলাম
  • আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ছয় মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১২৭ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী রয়েছেন।

    সিসিকে এবার ভোটার রয়েছেন ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। তন্মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি।

    পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন। অন্যদিকে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন।

    শতাংশের হিসেবে পুরুষ ভোটার ৫৩ ভাগ এবং নারী ভোটার ৪৭ ভাগ।

    সিলেট সিটিতে ২৭টি ওয়ার্ডে ১৩৪টি ভোটকেন্দ্রে ৯২৬টি ভোটকক্ষ রয়েছে।

শেয়ার করুন