টেকনাফ প্রতিনিধি
- কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসব ঘটনায় দুই রোহিঙ্গাসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী বাজার থেকে ৩০ হাজার ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালীর পানখালী বাজার থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
- র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান ও কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- আটককৃতরা হলো হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা শফিকুল ইসলাম (২১), বালুখালীর বাসিন্দা জাফর আলম (৪২), মিয়ানমারের নাগরিক এবং বালুখালী রোহিঙ্গা শিবিরে বসবাসকারী আব্দুল গফুর (৩২) ও মো. সেলিম (২৮)।
- র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি বিশেষ দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজার এলাকায় মো. শফিকুল ইসলাম নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করে। এ সময় মো. ইব্রাহিম নামে আরেকজন পালিয়ে যায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালীর পানবাজার এলাকা থেকে র্যাবের একটি বিশেষ দল ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে। এদের মধ্যে দুইজন মিয়ানমারের নাগরিক। আটক ব্যক্তিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হবে।