জীবন সায়াহ্নে স্যার শুধাংশু কুমার দাশ

জালালাবাদবার্তা.কমঃ

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শুধাংশু কুমার দাশ দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত । সারা জীবন যিনি হাজার হাজার শিক্ষার্থীর জ্ঞান প্রদ্বীপ জ্বেলেছেন সেই মহান শিক্ষকের জীবন প্রদ্বীপ আজ নিভূ নিভূ।

বাবু শুধাংশু কুমার দাশ ১৯৭৫ সালে রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ১৯৮৪ সালে বিদ্যালয়ের চরম দুঃসময়ে তিনি প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহন করেন। সে সময় স্কুল ফান্ডে মাত্র ১০ টাকা ছিলো । দির্ঘ্য কর্মময় জীবনে তিনি রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয়কে আর্থিক ভাবে স্বয়ং সম্পূর্ণ করে গেছেন । তাঁরই হাতে গড়া রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় আজ গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান। দির্ঘ্য ৩৬ বছর শিক্ষকতা মহান ব্রত পালন করে ২০১১ সালের ৩১ জুলাই অবসর গ্রহন করেন তিনি।

গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি আজ শয্যাশায়ী। অত্যান্ত ব্যয়বহুল চিকিৎসা খরচ চালাতে স্যার হিমশিম খাচ্ছেন। প্রতি কেমো থেরাপীতে প্রায় ৮০ হাজার টাকা লাগে। এই মহান মানুষটির জন্য আজ এগিয়ে এসেছেন অনেকেই, কিন্তু প্রতিমাসে এতো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। ফোনে টরন্টো প্রবাসী রণকেলী নাথাই টিলার আরিফ আহমেদ চৌধুরী জালালাবাদবার্তা.কম কে জানান, “স্যারের এই শেষ সময়ে উনার চিকিৎসার জন্য সাহায্য সংগ্রহ করছি।” তিনি মানুষের মতো মানুষ সৃষ্টির এই কারিগরের চিকিৎসার জন্য কানাডা প্রবাসী সকল বাংলাদেশীদের আহবান জানান।

সাহায্য পাঠাতে যোগাযোগ

ছাদ চৌধুরী, (416 898 4414) প্রাক্তন সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো

আরিফ আহমেদ চৌধুরী (1 306 881 8198)

শেয়ার করুন