সিলেট প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলা মামলায় ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগ পত্র) দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক হরিদাস কুমারের আদালতে চার্জশিটটি দাখিল করেন।
তিনি আরও জানান, অভিযোগপত্রটি ৩৫৩ পৃষ্ঠার। জাফর ইকবালের ওপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত উল্লেখ করে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, ফয়জুল হাসান ফয়েজ, ফয়েজের বন্ধু সোহাগ মিয়া, ফয়েজের বাবা হাফেজ মাওলানা আতিকুর রহমান, মা মোছাম্মৎ মিনারা বেগম, মামা ফজলুর রহমান এবং ফয়েজের ভাই এনামুল হাসান। তারা সবাই বর্তমানের কারাগারে রয়েছে।