কমলগঞ্জে কৃষক কন্যা রোকেয়ার স্বপ্ন কি বাস্তবায়ন হবে না?

  • মোঃ মোস্তাফিজুর রহমান,কমলগঞ্জ (মৌলভীবাজার) :
    মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে কৃষক কন্যা মেধাবী শিক্ষার্থী রোকেয়া বেগম। সে কমলগঞ্জ সদর ইউনিয়নের নগর (উত্তর তিলকপুৃর) গ্রামের কৃষক রফিক মিয়া ও গৃহিনী মোছা: লুৎফা বেগমের একমাত্র মেয়ে। রোকেয়ার একমাত্র বড় ভাই ২০১২ সালে এইচএসসি পরীক্ষায় ফেল করায় লেখাপড়া বাদ দিয়ে বাবার সাথে এখন কৃষিকাজ করে। জিপিএ-৫ পেয়ে পরিবারে আনন্দ হলেও মেয়ের স্বপ্ন বাস্তবায়ন কি ভাবে করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন কৃষক বাবা রফিক মিযা।
    রোকেয়া বেগম বলে, সে পরীক্ষার পূর্বে মাত্র দুই মাস প্রাইভেট পড়েছিল। সে দৈনিক ৫/৬ ঘন্টা লেখাপড়া করতো। রোকেয়া ৫ম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। অদম্য মনোবল ও সাহস নিয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ আত্মবিশ্বাসী রোকেয়া একাউন্টিং এ অনার্স পড়তে চায় এবং ভবিষ্যতে সে চাটার্ড একাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু কৃষক পিতা এতো টাকা খরচ করে মেয়েকে আর পড়ানো অসম্ভব হয়ে পড়ছে।
    তবুও রোকেয়ার অদম্য ইচ্ছা আর দৃঢ় মনোবলের নিকট হার মেনেছে আথির্ক অভাব। ২০১৬ সালে এসএসসিতে ৪.৪৪ অর্জন করে কিছুটা হতাশ হলেও হাল ছাড়েনি রোকেয়া। ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে যেতে সবচেয়ে বেশি প্রয়োজন সবার আর্থিক সহযোগিতা। শুধুই কি অর্থের অভাবে কৃষক কন্যা রোকেয়ার উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ হবে না?
শেয়ার করুন