আরিফুলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আটক

  • বিশেষ প্রতিনিধি, সিলেটঃ
  • সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুর রাজ্জাককে আটক করেছে পুলিশ । শনিবার রাত সোয়া নয়টার দিকে সিলেট কোতোয়ালি থানার পুলিশ তাঁকে আটক করে। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।আবদুর রাজ্জাককে আটকের বিষয়টি  নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার এম এ ওয়াব।

    এদিকে এ ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী রাত ১০টার দিকে তাঁর প্রধান নির্বাচনী ক্যাম্পে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। প্রসঙ্গত, আবদুর রাজ্জাক কেন্দ্রীয় বিএনপির সহ–ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক।

শেয়ার করুন