সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আরিফুল হক চৌধুরীর সমর্থনে আলোচনা সভা করলো জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত

কুয়েত প্রতিনিধিঃ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে ২৮শে জুলাই শনিবার রাত ৯ টায় কুয়েত সিটিস্হ রাজধানী হোটেল বলরুমে ।
সংগটনের সভাপতি মো: শওকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুমন আনসারী ও যুগ্মসম্পাদক মিজানুর রহমানের যৌথ সন্চালনায় প্রধান অতিথী হয়ে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ধানবীর সমাজসেবক হাজী জোবায়ের আহমেদ, বিশেষ অতিথী হয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত’র উপদেষ্টা আবুল কালাম আজাদ, উপদেষ্টা শেখ নিজামুর রহমান টিপু, সহ সভাপতি শহিদ খাঁন, সহ সভাপতি লিটন আহমেদ , সহ সভাপতি রিপন আহমেদ, সাধারন সম্পাদক শিহাব বক্তত, যুগ্মসম্পাদক ফরহাদ আহমেদ, শিব্বীর আহমেদ প্রমূখ ।

বক্তারা বলেন ৩৬০আউলিয়ার পুণ্যভূমি সিলেটের মাটি আলেম উলামা ও পীর মাশায়েখের ঘাটি। তিনি আধ্যাত্মিক রাজধানীর পবিত্রতা, উন্নয়ন ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার্থে আরিফুল হক চৌধুরীর বিকপ্ল নেই তাই ধানের শীষে আরিফুল হককে বিজয়ী করার আহবান জানান।
আরো বলেন বিএনপি তথা ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী শত প্রতিকূলতার মাঝেও অতীতের সব রেকর্ড ভেংগে মাত্র আড়াই বছরে সিলেটের উন্নয়ন-আন্দোলন তথা এর পবিত্রতা-সৌন্দর্য, নগরবাসীর আমানতের মর্যাদা রক্ষায় ছিলেন সর্বদা সচেষ্ট ও বলীয়ান। জেল-জুলুমসহ অবর্ননীয় নানা নিপীড়নের মধ্যেও তার টিকে থাকা ওই প্রাকৃতিক পুরষ্কারেরই অংশ।
প্রবাসে আমরা যারা আছি. আমরা আমাদের অনেক আত্মীয় – নিকট আত্মীয়- স্বজন ও পরিচিতজনের অনেক পরিবার আছে যাদের একেক পরিবারে ৮/১০ ভোট আছে . আমরা তাদের সাথে যোগাযোগ করে বলি ও বলবো সবাই যেনো পরিকল্পিত নগড়ী গড়ার জন্য সবাই সবার সাথে ফোনে এসএমএসে ধানের শির্ষে ভোট চাইবো এবং বুঝাবো যে এই আমার দেশ কে রক্ষা করতে হলে ধানের শির্ষে বিকল্প নাই .দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে. হত্যার ও ধর্ষনের দেশে পরিনত হয়েছে। গনতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে একটি সচ্ছ নির্বাচন . কিন্তু তা ২০১৪ সালের ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচনের পরথেকে তা গুম হয়ে গিয়েছে । গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে হলে ও ইলিয়াস আলী ভাই এব দিনার সহ গুম হয়ে যাও নেতা- কর্মিদের উদ্ধার করতে হলে ধানের শির্ষে ভোট দিতা হবে ।
কোন অপশক্তি সিলেটে ধানের শির্ষের বিজয় ঠেকাতে পারবে না।

 

শেয়ার করুন