জালালাবাদবার্তা.কমঃ
কুলাউড়া উপজেলার হাজীপুর সোসাইটির উদ্দোগে বন্যা পরবর্তী পুর্নবাসন ও স্বনির্ভরতা প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ হাজিপুর ইউনিয়ন এলাকার অসহায় ২৫ পরিবারের মধ্যে সোমবার কৃষি উপকরনসহ ছাগল-হাস বিতরণ করা হয়েছে। হাজীপুর সোসাইটির সহ-সভাপতি রেজাউর রহমান চৌধুরী কয়ছর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় পাইকপাড়া বাজারে অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউএনও চৌধুরী মোঃ গোলাম রাব্বী। স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল গফুর, হাজী আব্দুল হেলিম, হাজীপুর সোসাইটির সদস্য মুফতি আলতাফুর রহমান, মোঃ ফজলুল হক, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, আওয়ামীলীগ নেতা মোঃ সাইফুল তালুকদার, ইউপি সদস্য কবির আহমদ, মহিলা সদস্য প্রনতি রানী দে। পরে প্রধান অতিথি আসম কামরুল ইসলাম ক্ষতিগ্রস্থ অসহায় প্রতি পরিবারকে হাজীপুর সোসাইটির পক্ষ থেকে ২টি ছাগল, ১০টি হাস ও ধানের বীজসহ সার বিতরন করেন। হাজীপুর সোসাইটির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অবঃ) নুরুল মান্নান চৌধুরী জানান তার মরহুম পিতা জুবেদ চৌধুরীর পরিবার ও ফনিক্স ইন্সিওরেন্স কোং এর ৩ লাখ ৪০ হাজার টাকার অর্থায়নে হাজীপুর ইউনিয়নের ২৫ পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নের অসহায়দের এ কার্যক্রমের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ইতি পূর্বে হাজীপুর সোসাইটি হাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারে ডেউ টিন ও ত্রান সামগ্রী বিতরন করেছে। সভা শেষে সোসাইটির সহ-সভাপতি রেজাউর রহমান চৌধুরী কয়ছর তিনির সমাপনি বক্তব্যে হাজীপুর সোসাইটির সার্বিক বিষয় তুলে ধরে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।