জালালাবাদবার্তা.কমঃ
গত ৩০ জুলাই ২০১৮ সোমবার টরন্টোর ডেনফোর্থস্থ মিজান কমপ্লেক্স মিলনায়তনে সুনামগঞ্জ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক নান্দনিক সুনামগঞ্জের স্বপ্নদ্রষ্টা ব্যারিস্টার এনামুল কবির ইমনকে এক সংবর্ধনা প্রদান করা হয়। এসোসিয়েনের সভাপতি আতাউর রহমান এবং সাধারন সম্পাদক হিমাদ্রী রায় সঞ্জীব এর তত্বাবধানে এবং হাসিনা আক্তারের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্যারিস্টার এনামুল কবির ইমন, উনার সহধর্মিনী ব্যারিস্টার ফারজানা শিলা, রোটারিয়ান মইন চৌধুরী, আজিজুর রহমান প্রিন্স, সৈয়দ আব্দুল গফ্ফার, নিতাই ঘোষ, নিরুপমা দে, সুকুমল রায়, এনামুল হক টিপু, সঞ্জীব রায়, মুহাম্মদ মাশুক মিয়া, বিদ্যুৎ দে প্রমুখ।
সকলের বক্তব্যে উঠে আসে যে, গনতন্ত্র প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে নতুন প্রজন্মের আলোকিত জনপ্রতিনিধির কোনও বিকল্প নাই। সর্বশেষে নান্দনিক সুনামগঞ্জের সভাপতি ব্যারিস্টার ফারজানা শিলা এবং সি.ই.ও. ব্যারিস্টার ইমনের নিজেদের তৈরি স্কুলসহ একটি ভিডিও দেখানো হয় ।