৩য় জালালাবাদ মহাসম্মেলনকে সমৃদ্ধ করেছে সিলেটের কৃতি সন্তানদের উপস্থিতি

অজন্তা চৌধুরী, সাপ্তাহিক দেশের আলোঃ

গত ২১ শে ও ২২ শে জুলাই অনুষ্ঠিত হয়ে গেলো দুই দিন ব্যাপী জাকজমকপূর্ণ জালালাবাদ মহাসম্মেলন। এই সম্মেলনে যোগ দেন টরন্টো সহ কানাডা ও বহির্বিশ্বে ছড়িয়ে থাকা বিশিষ্ট ব্যাক্তিবর্গ। মহাসম্মেলনের অংশ হিসাবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আয়োজন করা হয় তথ্য সমৃদ্ধ সেমিনারের। বিশেষ তাৎপর্যপূর্ণ এই সেমিনারে অংশ নেন আমন্ত্রিত সিলেটের কৃতি সন্তানেরা যাঁরা শিল্প, সাহিত্য ও বিজ্ঞানে বিশেষ অবদান রেখেছেন বিশ্বব্যাপী। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে দুই দিনের মহা সম্মেলনকে বেঁধে না রেখে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, শিল্প ও সাহিত্যে বৃহত্তর সিলেটের অবদান তুলে ধরে জালালাবাদ মহাসম্মেলন একটি ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে বলে টরোন্টোবাসী বিশিষ্ট ব্যাক্তিবর্গ মনে করেন।
৩য় জালালাবাদ মহাসম্মেলনের প্রথম দিন আলোকপাত করা হয় সিলেটের ইতিহাস, ঐতিহা ও গৌরবের উপর। এই সেমিনারে মূল বক্তব্য রাখেন খন্দকার হামিদ আজিজ, সভাপতি ছিলেন জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী। প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় ড: আবেদ চৌধুরী ও জনাব আব্দুর রহমান চৌধুরীকে। এই সেমিনারে বক্তব্য রাখেন মুস্তফা চৌধুরী, তাজুল মোহাম্মদ, রহিম চৌধুরী, শক্তি দেব, লায়েক চৌধুরী, খসরুজ্জামান চৌধুরী, নব নির্বাচিত এম.পি.পি ডলি বেগম, মুস্তাক চৌধুরী, মজিদ চৌধুরী, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আরো অনেকে। সঞ্চালনা করেন খন্দকার হামিদ আজিজ। শুরুতেই বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা খ্যাতনামা জালালাবাদবাসীদের নিয়ে তৈরি স্লাইড শো উপস্থাপন করেন রুহুল চৌধুরী। দ্বিতীয় দিনে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা ও সাহিত্যে বৃহত্তর সিলেটের অবদান বিষয়ে আলোচনা করা হয়। এই সেমিনারে সভাপতি ছিলেন রেজাউর রহমান, প্রধান অতিথি ছিলেন ড: আবেদ চৌধুরী ও আব্দুর রহমান চৌধুরী। মূল বক্তব্য রাখেন তাজুল মোহাম্মদ। বক্তব্য রাখেন মুস্তফা চৌধুরী, মজিদ চৌধুরী, রাহিম চৌধুরী, কবি আসাদ চৌধুরী, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ আরো অনেকে। সঞ্চালনা করেন খন্দকার হামিদ আজিজ। এ সময় বৃহত্তর সিলেটের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়, উপস্থাপন করেন রুহুল চৌধুরী।
দুই দিনে বক্তারা তুলে ধরেন সময়োপযোগী তথ্য যা বই আকারে লিপিবদ্ধ করা উচিত বলে সেমিনারে সবাই মত প্রকাশ করেন।
মহাসম্মেলনের তাৎপর্য ও সার্থকতা অনেকাংশে বাড়িয়ে দিয়ে মহাসম্মেলনকে সমৃদ্ধ করেছে দুই দিন ব্যাপী ভিন্ন চিন্তা ধারার এই দুটি সেমিনার।
উল্লেখ্য সেমিনারের পাশাপাশি এই মহা সম্মেলনকে আরো অলংকৃত করেছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

শেয়ার করুন