কানাডায় নতুন একটি গাড়ি কিনতে চান? ফারহান খান আপনাকে সাহায্য করতে প্রস্তুত

ছিদরাতুল চৌধুরীঃ

সদা হাস্যোজ্জ্বল, বয়স বিশের কোটায়। মিউজিকও করেন তিনি, খেলেন ক্রিকেটও, রান্না করা তার নেশা। কানাডায় জন্মগ্রহনকারী বহুমুখী প্রতিভার অধিকারী এই যুবকের এতো সুন্দরভাবে বাংলায় কথা বলা শুনলেই বুঝা যায় দেশের জন্য, দেশের মানুষের জন্য তার কতটুকু ভালোবাসা। সম্ভ্রান্ত পরিবারে বেড়ে উঠা এই ভদ্রলোকের ভদ্রতা আর অমায়িক ব্যবহার দেখলেই উপলব্ধি করা যায় স্বদেশী ভাই-বোনদেরদের সাহায্য করতে পারলেই যেন আত্মতৃপ্তি পান তিনি।

এতক্ষনে নিশ্চয় সবাই বুঝতে পারছেন আমি কার কথা বলছি? ঝি, ঠিকই ধরেছেন, আমি ফারহান তাওসিফ খানের কথাই বলছি। তিনি কাজ করেন টরন্টো হোন্ডা এবং টরন্টো কিয়া’তে। আপনি শুধু গাড়ি পছন্দ করবেন আর বাকিটুকু ছেড়ে দিবেন তার হাতে। প্রায় প্রতিদিনই দু’চারজন বাংলাদেশীদের গাড়ি কিনতে সাহায্য করছেন তিনি, বাংলায় কথা বলে গাড়ি কেনার খুটি-নাটি বুঝে নিতে পারেন কোনও ব্যয় ছাড়াই, সাথে ফ্রী কফি কিংবা হট চকলেটতো আছেই। ফারহান জানান, বাংলাদেশী কমিউনিটির পাশেই ডেনফোর্থ এভিনিউ এবং মেইন স্ট্রিটের সামান্য পশ্চিমেই অবস্থিত টরন্টো হোন্ডা এবং টরন্টো কিয়া’তে তিনিই একমাত্র বাংলাদেশী, আর গাড়ি কিনতে বাংলাদেশীদের সাহায্য করা তিনি কমিউনিটি ওয়ার্ক হিসাবেই দেখছেন।

সুযোগ পেলে একবার ঘুরে আসতে সকল বাংলাদেশীদের আহবান জানিয়েছেন তরুণ এই যুবক।

 

শেয়ার করুন