সাইফুল ইসলাম
ঢাকার বিমানবন্দর সড়কে গত রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবারও পথে নেমেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে চার দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে। চলছে গাড়িচালকের লাইসেন্স পরীক্ষা। শিক্ষার্থীদের মুখে মুখে স্লোগান—‘উই ওয়ান্ট জাস্টিস’।
বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের অনড় অবস্থান। সায়েন্স ল্যাব মোড়।
আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর একাত্মতা প্রকাশ। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছে অন্যরাও।
চুয়াডাঙ্গায় রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা।
নোয়াখালী শহরের টাউন হল মোড়ে শিক্ষার্থীরা।
নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান। বিজিবি কর্মকর্তার এই গাড়িতেও চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না।
প্ল্যাকার্ডে তুলে ধরা হয়েছে শিক্ষার্থীদের দাবি। কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক কার্যালয়ের সামনে থেকে তোলা।