নিরাপদ সড়ক ও আদিবাসী শিশু হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ

  • স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারী কলেজ গেইটের সন্মুখে নিরাপদ সড়ক ও আদিবাসী শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
    ২ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তাদের প্রদিপাদ্য বিষয় ছিল ‘ এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।’ সমাবেশে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
    বক্তারা বলেন, অভিলম্বে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ব্যবস্থা করতে হবে। এছাড়াও খাগড়াছড়ির দীঘিনালায় আদিবাসী শিশু পুর্ণা ত্রিপুরাকে ধর্ষন পরবর্তীতে নির্মমভাবে খুনের তীব্র নিন্দা জানিয়ে দোষিদের শাস্তির আওতায় আনার দাবী জানান।
শেয়ার করুন