পুলিশ সুপারের হস্তক্ষেপে বখাটেদের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

 

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজারে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অপরাধে এক বখাটে যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর এক জনকে সতর্ক করে দিয়েছেন মৌলভীবাজার ভ্রাম্যমান আদালত।

৩১ জুলাই মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার এর বাসভবনের সামনের রাস্তা দিয়ে হাফিজা খাতুন বালিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর কয়েজন ছাত্রী বিদ্যালয়ের ছুটি শেষে বাড়ি ফিরছিলো পথিমধ্যে ছাত্রীদের গতিরোধ করে মেয়েকে যৌন হয়রানী করে হাসান (২২), ও তার অপর এক সহযোগী জাকির (২১)। যৌন হয়রানী থেকে রক্ষা পাওয়ার জন্য মেয়েরা চিৎকার দেয়। এই সময় সাদা পোষাকে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল তার বাসভবনের ভিতরে পায়চারি করছিলেন। মেয়েরা দৌড়ে এসে বাসভবনের ভিতরে প্রবেশ করে এসপির কাছে সাহায্য প্রার্থনা করে। এ সময় পুলিশ সুপারের নির্দেশে যৌন হয়রানীকারী ২জনকে আটক করা হয়। পরে পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে ভ্রাম্যমান আদালত উত্তক্ত্যকারী হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর এক জনকে সতর্ক করেন। কারাদন্ড প্রদান করেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)এ.এইচ.এম. আরিফুল ইসলাম।

দন্ডপ্রাপ্ত যুবক মৌলভীবাজার শহরের দক্ষিন কলিমাবাদ এলাকার সেলিম আহমদ এর পুত্র মোঃ সাহাদ আল হাসান এবং সতর্ক করে ছেড়ে দেয়া অপর সহযোগী শহরের সোনাপুর বড়বাড়ী এলাকার আব্দুল লতিফের ছেলে জাকির হোসেন। হাসান এক আইনজীবীর সহকারি। দীর্ঘদিন ধরে সেলিম সাহাদ আল হাসান তার বন্ধুদের নিয়ে স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন মেয়েকে যৌন হয়রানী করত।

 

শেয়ার করুন