এস.এম.এবাদুল হক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এম, মোছাদ্দেক আহমেদ মানিক তৃণমূল রাজনীতিতে ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্বর্ণ পদক-২০১৮ লাভ করেছেন। এছাড়া তিনি উজান গুণিজন সম্মাননা ২০১৮ পদকে ভুষিত হন। বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে গত ২৭ জুলাই তারিখে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তিনি মাদার তেরেসা স্বর্ণ পদক-২০১৮ লাভ করেন। পরদিন একই স্থানে উজান সাংস্কৃতিক সংগঠন কর্তৃক উজান গুণিজন সম্মাননা ২০১৮ পদকে ভুষিত হন। এদিকে পদক নিয়ে নিজ এলাকায় এলে দলীয় নেতাকর্মীসহ তার অনুসারীরা তাকে মাল্য ও ফুলেল শুভেচ্ছা জানান এবং কমলগঞ্জের সাংবাদিকদের সাথে কুশলাদি বিনিময় করেন।
এম, মোছাদ্দেক আহমেদ মানিক কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছাড়াও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় গভর্ণিং বডির সভাপতি, মুন্সীবাজার সাজেদা বারী কিডস কিন্ডার গার্টেন এন্ড ক্যাডেট হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
পদক পাওয়ার পর এ প্রতিনিধির সাথে আলাপকালে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোছাদ্দেক আহমেদ মানিক জানান, আমি দীর্ঘদিন যাবত তৃণমূল রাজনীতি, সমাজসেবা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনে নিরলসভাবে কাজ করে আসছি। প্রত্যন্ত অঞ্চলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি আজীবন মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চান। মাদার তেরেসা পুরস্কার তার কাজকে আরো উৎসাহিত করবে। তিনি সকলের দোয়া ও আশীর্ব্বাদ কামনা করেন।
মোছাদ্দেক আহমেদ মানিকের মাদার তেরেসা স্বর্ণপদক লাভ
শেয়ার করুন