এস.এম.এবাদুল হক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজের ৭ম শ্রেণীর ছাত্র অর্ণব দত্ত “বাঁধন মুক্ত কাব স্কাউট দল” থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। এ অ্যাওয়ার্ড কাব স্কাউটস্ শাখার সর্বোচ্চ পুরষ্কার। সে গত ২৯ জুলাই ঢাকাস্থ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড গ্রহণ করে। অর্ণব ২০১৬ সালে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ গৌরব অর্জন করে। সে কমলগঞ্জ উপজেলার প্রথম শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী। অর্ণব দত্ত কমলগঞ্জ উপজেলার পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস্ এর সহকারি লিডার ট্রেইনার বিপ্লবী রানী দে ও এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক অজয় দত্তের একমাত্র সন্তান। সে সকলের কাছে আশির্বাদ ও দোয়া প্রার্থী।