নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা-বাড্ডা সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন গাড়ি ও চালকের লাইসেন্স পরীক্ষা করছে।
আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে দেখা যায়, বাড্ডা ইউলুপ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে বাড্ডা থেকে রামপুরা যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ। একইভাবে রামপুরা থেকে বাড্ডা আসার সড়কও বন্ধ।
রামপুরা-বাড্ডা সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। কিছু শিক্ষার্থী বিভিন্ন ধরনের গাড়ির লাইসেন্স পরীক্ষা করছে। তারা চালকের লাইসেন্সও যাচাই করছে।
রোগী ও হজযাত্রীবাহী গাড়ি পার হতে শিক্ষার্থীদের সাহায্য করতে দেখা গেছে।
শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ দেখা যায়নি।