- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- গাড়ির লাইসেন্স চেক করার সময় শাহবাগ থানা পুলিশ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) এক কর্মীকে আটক করেছে। তার নাম আমিনুল ইসলাম। শুক্রবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে শাহবাগ মোড় থেকে পুলিশ তাকে আটক করে।
- শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ‘শাহবাগে মোড়ে শিক্ষার্থীরা তার পরিচয় জানতে চায়, তিনি পরিচয় দিতে না পারলে তারা আমাদেরকে অবহিত করে। আমরা তাকে থানায় আনার পর জানতে পারি তিনি বাসদের কর্মী। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।’
- প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী শাহবাগ মোড়ে গাড়ির লাইসেন্স চেক করছিল। তখন আমিনুল ইসলামও একটি প্রাইভেট কারের লাইসেন্স চেক করতে চাইলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গাড়ির লাইসেন্স চেক করতে গিয়ে বাসদকর্মী আটক
শেয়ার করুন