ঢাকার ধামরাই উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার কচমচ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রায় ২০ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের বয়স ৪০ থেকে ৫০ বছর। তবে প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
রাত সাড়ে আটটার দিকে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) সাঈদ আল মামুন বলেন বলেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত তিনটি লাশ পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও কেউ নিহত হয়েছে কিনা তা খোঁজ করা হচ্ছে।