সৈয়দ ছায়েদ আহমদ:
শ্রীমঙ্গলে আইন শৃঙ্খলার অবনতি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দিন দিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে উত্তর-উত্তসুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়ীতে দুংসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা, ডলার ও স্বর্ণসহ বিভিন্ন মুল্যমান মালামাল নিয়ে যায়। ঘটনটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা সময় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর-উত্তসুর এলাকায় ব্যবসায়ী তানজিম চৌধুরীর বাড়ীতে। তিনি শহরের চৌমুহনা সংল্গন মৌলভীবাজার রোড এহসান মার্কেটের ব্যবসা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শেয়ার করুন