নিরাপদ সড়কের দাবীতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার॥ নিরাপদ সড়কের দাবীতে মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের চৌমুহনা এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।

৪ আগষ্ট শনিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল সহকারে জড়ো হতে থাকেন শহরের চৌমুহনা এলাকায়। তারা প্লে কার্ড সহকারে ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিচ্ছে। শিক্ষার্থীরা যানবাহন ও চালকের লাইসেন্স তল্লাশি করতে দেখা যায়। এসময় রোগীবিহীন একটি এ্যম্বুলেন্স রিক্সা ভ্যানকে ধাক্কা দিলে শিক্ষার্থীরা আটক করে পুলিশের কাছে হস্থান্তর করে।
এ ছাড়াও মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে জেলার সকল রুটে দুরপাল্লার গাড়ী সহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

শেয়ার করুন