মৌলভীবাজারের সব রুটে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ

 

মো. মাহবুবুর রহমান রাহেল: নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা ও সিলেট থেকে দুরপাল্লার কোন যাত্রীবাহী বাস মৌলভীবাজারে আসছেনা। এছাড়া হবিগঞ্জ থেকে বিরতিহীন বাস ও লোকাল বাসগুলোও ছাড়ছে না। অন্যদিকে শনিবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের কোদালী পুল এলাকায় বাসের শ্রমিকরা সিএনজি অটোরিক্সাগুলোকে আটকিয়ে যাত্রী উঠাতে বাঁধা দিচ্ছে।

ঢাকা ও সিলেট থেকে দুরপাল্লার যাত্রীবাহী শ্যামলী, হানিফসহ অন্যান্য বাসগুলোও ছেড়ে আসতে দেখা যায়নি। এই বাসগুলো কাউন্টারগুলো বন্ধ দেখা গেছে।

মৌলভীবাজার জেলা শ্রমিক পরিবহন শ্রমিক ইউনিয়ন সনজিত কুমার দে জানান, নিরাপত্তার কারণে যাত্রীবাহী বাস নিয়ে চালকরা রাস্তায় নামতে অনীহা প্রকাশ করছে। কারণ রাস্তায় নামার পর গাড়ির গ্লাস ভেঙে ফেলা হচ্ছে, গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। তাই কোন সিদ্ধান্ত ছাড়াই জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শুধু মৌলভীবাজার নয় সারা সিলেট বিভাগেই এই অবস্থা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই বাস চলাচল করবে বলে তিনি জানান।

এদিকে খুবই জরুরী কাজ নাহলেও লোকজন বাইরে বেরুতে দেখা যাচ্ছেনা। অন্যান্য কর্মদিবসের চেয়ে রাস্তাঘাটে লোকজনের ভিড় কম দেখা গেছে।

শেয়ার করুন