- নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলা করে সরকার অন্ধকারের দিকে চলে যাচ্ছে। যার ফলে সরকারকে এই অন্ধকার থেকে ফেরানো মনে হয় সম্ভব হবে না। ‘রবিবার (৫ আগস্ট) সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ‘শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ’শীর্ষক এক সামবেশে তিনি এসব কথা বলেন।
- আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের যথাযথ বিচারের দাবিতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
- সুব্রত চৌধুরী বলেন, ‘গত কয়েকদিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চাপাতি-রামদাসহ হাতুড়ি পর্যন্ত ব্যবহার করেছে ছাত্রলীগ। শুধু তাই নয়। যারা আহত হয়েছেন, তাদের সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে বের করে দেওয়া হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা পাকিস্তান আমলেও হয়নি।’
- নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলন প্রসঙ্গে সুব্রত চৌধুরী বলেন, ‘প্রতিদিন অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে। অনেক পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এ বিষয়গুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পারিনি। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সেটি তুলে ধরেছে। চোখে আঙুল দিয়ে তারা আমাদের দেখিয়ে দিয়েছে। সরকারের উচিত ছিল তাদের দাবি মেনে নিয়ে পরিবহন খাতের নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করা।’ তিনি আরও বলেন, ‘শাজাহান খানের মতো একজন লোকের যদি মন্ত্রিত্ব চলেও যায়, তাতে সরকারের কী আসে যায়? রাঙ্গাকে ও শাজাহানকে মন্ত্রিসভায় রেখে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, এমনটি আমরা সরকারের কাছ থেকে আশা করিনি।’
- সুব্রত চৌধুরী বলেন, ‘সরকার যদি মনে করে, এদেশের ছাত্রদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাহলে আমি বলতে চাই, এই যুদ্ধে সরকার কোনোদিনও টিকে থাকতে পারবে না। পদত্যাগের দাবি করা ছাড়া এদেশের মানুষ বিকল্প কিছু চিন্তা করবে না।’
- সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ‘আন্তর্জাতিক আইনে যেভাবে বলা আছে, শিক্ষার্থীদের কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে, করপোরেল পানিসম্যান্ট দেওয়া যাবে না। শিক্ষার্থীদের মারা যাবে না। সেখানে রাষ্ট্রযন্ত্রের অংশ হিসেবে পুলিশ কিভাবে শিশুদের ওপর হাত তোলে, লাঠিপেটা করে? এর জবাব তাদের কাছ থেকে চাই।’
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারাহ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, হাসনাত কাইয়ুম প্রমুখ। - সূত্র:বাংলা ট্রিবিউন
শিক্ষার্থীদের ওপর হামলা করে সরকার অন্ধকারে চলে যাচ্ছে: সুব্রত চৌধুরী
শেয়ার করুন