- মৌলভীবাজার প্রতিনিধি :
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিলেটের ‘কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরী
ফপুর সড়কের ১৪তম কিলোমিটারে পিসি সেতু নির্মাণ ও ৭.৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। - মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পসহ ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ছয় হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।
- পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কুলাউড়া- পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর (জেড-২৮২২) সড়কের ১৪তম কিলোমিটারে পিসি সেতু (রাজাপুর সেতু) নির্মাণ ও ৭.৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প নেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ১৭ লাখ টাকা। যার পুরোটাই সরকার ব্যয় করবে। প্রকল্প এলাকা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা।
- প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুলাই থেকে ২০২১ এর জুন পর্যন্ত। এ প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পর্কে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানানো হয়, কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরী
ফপুর সড়কের ১৪ কিলোমিটারে ২৩২.৯৪ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু (রাজাপুর সেতু) ও ৭.৫০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে উন্নত ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন। - এদিকে প্রকল্প অনুমোদনের পর থেকে হাজিপুর, শরীফপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। দীর্ঘদিনের এই দাবী পূরণ হওয়ায় তারা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন বলে স্থানীয়রা জানান।
- এবিষয়ে হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, শরীফপুর ইউনিয়নের রাজাপুর গ্রাম এবং হাজিপুর ইউনিয়নের শুকনাভি গ্রামের মধ্যে সংযোগ সড়ক এবং মনু নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবী ছিলো দীর্ঘদিনের। এনিয়ে বিগত ২০০৯-২০১০-২০১১ সালে স্থানীয়রা অনেক আন্দোলন করে। অবশেষে তা বাস্তবায়নের লক্ষে অনুমোদন হওয়ায় মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে কুলাউড়া, শমসেরনগর, মৌলভীবাজার যেতে মানুষের ভোগান্তি কম হবে, পরিবহণ খরচও অনেক কমবে।
কুলাউড়ায় সেতু ও সড়ক নির্মাণে ৯৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন
শেয়ার করুন