নিরাপদ সড়কের দাবিতে নিসচা’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই শ্লোগান নিয়ে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার।

শনিবার ১১ আগস্ট দুপুরে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিসচা’র মৌলভীবাজার জেলা সভাপতি খিজির মোহাম্মদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ারুল হক, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, বিআরটিএ মৌলভীবাজারের সহকারী পরিচালক হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে হলে চালক, যাত্রী ও পথচারী এদেরকে আগে সচেতন করতে হবে। মৌলভীবাজার শহরে ট্রাফিক সপ্তাহে প্রাইভেট কার, সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করলেও ইজিবাইক (টমটম) চেক না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

শেয়ার করুন