স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন বিসমিল্লাহ চ্যারিটি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২ লক্ষাধিক টাকার ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
শনিবার ১১ আগষ্ট মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে মোঃ নজরুল ইসলামের পরিচালনায় ও রুমেল কমিউনিটি সেন্টারের সত্তাধিকারী সৈয়দ আব্দুল কাহির সুহেল আহমদের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সাংবাদিক ইমাদ উদ দীন ও বিশিষ্ট সমাজসেবী সৈয়দ সেলিমুল হক।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ইয়াসির আরাফাত, শামসুল ইসলাম, সৈয়দ আশরাফ আলী, মুহিত আহমদ আকন্দ, সৈয়দ এনায়েত হোসেন রাজা প্রমুখ।