স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা শহরের রঘুনন্দনপুর এলাকায় সৈয়দ আশরাফ আলী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ আগষ্ট সকালে সংগঠনের জেলা সভাপতি অনুপম সিংহ এর সভাপতিত্বে ও মোঃ আবু জাহের এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সচিব বদরুল আমিন সরকার (ফরহাদ)। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ ছাদিকুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, সিলেট বিভাগের সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, সিলেট জেলা সভাপতি বোরহান উদ্দিন, হবিগঞ্জ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সুনামগঞ্জ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সিলেট বিভাগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাহিমা আক্তার, মৌলভীবাজার সদরের সাবেক সভাপতি প্রফুল্ল চন্দ্র দেব ও চন্দন কুমার পাশী।
জানা যায়, মৌলভীবাজার জেলায় ৬৯ টি বিদ্যালয় এখনও জাতীয়করণ হয়নি। ওই বিদ্যালয় গুলোতে ২৭৬ জন শিক্ষক বিনা বেতনে দীর্ঘ দিন ধরে ১৪ হাজার শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন। জাতীয় করণ না করায় শিক্ষকরা অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। বিদ্যালয় গুলো জাতীয় করনের জন্য বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।