কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার বন্যা কবলিত হাজীপুর, শরীফপুর, টিলাগাঁও, কর্মধা, পৃথিমপাশা ও রাউৎগাও ইউনিয়নের ৬টি দরিদ্র পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়েছে। ১১ আগস্ট শনিবার বিকেলে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে ঢেউটিন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) সাদি-উর রহিম জাদিদ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি শহীদ আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলী, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, কুলাউড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর, সাংবাদিক হাসান আল রাজু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, পূর্ব-পশ্চিম এর জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম, প্রবাসী কমিউিনিটি নেতা দেলওয়ার হোসেন চৌধুরী শাহেদ, জয়নাল আহমেদ, উপজেলা আল ইসলাহ নেতা কাজী জাকির, সংগঠক খালেদ আহমদ, ছাত্রনেতা তাহমিদ খান শাওন প্রমুখ।
ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ঢেউটিন বিতরণ
শেয়ার করুন