বিসিসিবি অটোয়া চ্যাপ্টারের এবারের আয়োজন “নিরাপদ সড়ক চাই” আন্দোলনে একাত্মতা প্রকাশ – পার্লামেন্ট হিলে সমাবেশ

জালালাবাদবার্তা.কমঃ

বাংলাদেশে চলমানরত ছাত্র আন্দোলন “নিরাপদ সড়ক চাই” এর সাথে সংহতি প্রকাশ করে গত ৮ই আগস্ট বুধবার বিসিসিবি (বাংলাদেশী কানাডিয়ান কানাডিয়ান বাংলাদেশী) অটোয়া চ্যাপ্টারের পক্ষ থেকে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। কানাডার রাজধানী শহর অটোয়ার পার্লামেন্ট ভবনের সামনে আয়োজিত এই সমাবেশে অটোয়ার বাংলাদেশী সমাজ, অ্যালগনকুইন কলেজ, অটোয়া ইউনিভার্সিটি, কার্লটন ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন ছিলো প্রশংশনীয়। বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শিশু-কিশোরদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হওয়া সমাবেশে বিভিন্ন স্থান থেকে আসা ছাত্র-ছাত্রীরা বক্তৃতা প্রদান করেন। টানা ২ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনকে ঘিরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাংলাদেশীদের মধ্যে ব্যাপক মনোযোগ লক্ষ্য করা গেছে বলে জালালাবাদবার্তা.কম কে জানান বিসিসিবি অটোয়া চ্যাপ্টারের কর্মকর্তা জনাব তানজিব চৌধুরী।

 

শেয়ার করুন