স্টাফ রিপোর্টার॥ দেশের পরিকল্পিত পরিবার গঠনে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান । রেডিও পল্লীকণ্ঠের প্রযোজক নিলিমার উপস্থাপনায় ৮ আগষ্ট বুধবার বিকাল ৩ ঘটিকায় রেডিও পল্লীকণ্ঠের স্টুডিওতে ফোনলাইভ পরিবার পরিকল্পনা বিষয়ক অনুষ্টান সুরক্ষা টকশো অনুষ্ঠিত হয়েছে। যার মাধ্যমে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি ও প্রজনন স্বাস্থ্য সর্ম্পকে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান কার হয় ।এসময় টকশো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সালাম মামুন (ফ্যামেলি প্লেনিং ইনসপেক্টর) ৬নং একাটুনা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যালয় মৌলভীবাজার সদর, ইতশ্রী দত্ত (ফ্যামেলি ওয়েলফার এসিসস্টেন্ট) ২নং ওর্য়াড ২ক ইউনিট ৭নং চাদঁনিঘাট পরিবার পরিকল্পনা কার্যালয় মৌলভীবাজার সদর, রিপা রানি দাশ (ফ্যামেলি ওয়েলফার এসিসস্টেন্ট) ৩নং ওর্য়াড ৩ক ইউনিট ৭নং চাদঁনীঘাট পরিবার পরিকল্পনা কার্যালয় মৌলভীবাজার সদর। অনুষ্ঠানটি অর্থায়ন করছে ইউ কে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট ।বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন ও আইপাস বাংলাদেশ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পৃষ্টপোষকতায় রেডিও পল্লীকন্ঠের প্রযোজনায় পরিবার পরিকল্পনা বিষয়ক ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষা মৌলভীবাজার কমিনিউটির মধ্যে বেশ সাড়া ফেলেছে।
রেডিও পল্লীকণ্ঠের স্টুডিওতে পরিবার পরিকল্পনা বিষয়ক ফোনলাইভ সুরক্ষা টকশো অনুষ্ঠিত
শেয়ার করুন