স্টাফ রিপোর্টার॥ ক্রীড়া ব্যক্তিত্ব, জন প্রতিনিধি ও শিক্ষাবিদ প্রয়াত মোঃ কামরুজ্জামান স্মরণে আলোচনা সভা হয়েছে।
সোমবার ৬ আগষ্ট সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা পর্ষদ মৌলভীবাজার এর উদ্যোগে শহরের পৌর মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্ষদের সভাপতি মোস্তাক আহমদ মম এর সভাপতিত্বে ও আ.স.ম ছালেহ সোহেল এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, বিএসএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ, সমাজসেবক ও প্রবাসী নাজমুজ্জামান ইয়ামিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাউথ ইস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোহেল আহমদ, অ্যাডভোকেট বিশ্বজিৎ ঘোষ, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মছব্বির, সাবেক ছাত্র নেতা মুহিবুর রহমান, গুণীজন সংবর্ধনা পর্ষদের সদস্য ও মনুবার্তা সম্পাদক মোঃ জসিম উদ্দিন, প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারুনুর রশীদ, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ,শিব প্রসন্ন ভট্টাচার্য, পৌর কাউন্সিলর নাহিদ হোসেন,অ্যাডভোকেট মাহবুবুল আলম রুহেল, শিক্ষক স.ব.ম দানিয়াল, ক্রীড়া সংগঠক মাহবুব ইজদানী প্রমুখ।