প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ৯ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় শমশেরনগর কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্টিত হয়। সম্মেলনের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সম্মেলনে বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসবে ৩ দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক প্রসাদ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক উত্তম লোহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রণয় দত্ত, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, প্রচার সম্পাদক নারায়ণ মল্লিক সাগর, বিশিষ্ট ব্যবসায়ী প্রাণ বল্লভ রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল, শিক্ষক বিজিত পাল, বাপ্পারাজ ধর চয়ন, মুন্সীবাজার ইউপি সদস্য সুনীল মালাকার, চা শ্রমিক নেতা বাবুল মাদ্রাজী প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ-কে সভাপতি ও শিক্ষক বিজিত পাল-কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং শমশেরনগর ইউনিয়ন শাখার কমিটি গঠিত হয়। সম্মেলনে শমশেনগর ইউনিয়নের বিভিন্ন সার্ব্বজনীন পূজামন্ডপের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রসাদ বিতরণ করা হয়।