মৌলভীবাজারে বিতরণকৃত স্মার্ট কার্ড ভুলে ভরা

স্টাফ রিপোর্টার॥ দেশের নাগরিকদের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর সহ দেশের আরো ২৭ জেলার নাগরিকদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করছে ইসি। কিন্তু দেখা যায় মৌলভীবাজারে নির্বাচন কমিশনের বিতরণকৃত স্মার্ট কার্ডে ভুল রয়েছে। প্রতিটি স্মার্ট কার্ডের পেছনে ব্যক্তির ঠিকানায় মৌলভীবাজার জেলার ইংরেজী শব্দের বানানে ভুল, ব্যক্তির নাম, পিতা ও মাতার নাম এমনকি জন্মস্থানের নাম ভুল রয়েছে।

নির্বচান কমিশন (ইসি) থেকে জেলায় ২ লক্ষ ২২হাজার ৮শত ৫২টি স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে এসেছে। যার সব কয়টিতে ইংরেজী শব্দের ভুল বানান রয়েছে। যেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজে জেলার নাম সহ গুগল ম্যাপে Moulvibazar রয়েছে। মৌলভীবাজার শব্দের সঠিক ইংরেজী বর্ণ (Moulvibazar) থাকলেও নির্বাচন কমিশনের বিতরণকৃত স্মার্ট কার্ডটিতে রয়েছে (Maulvibazar) । যাহার উচ্চারণ হয় মাউলভীবাজার।

রেখা রানী দাশ নামের এক মহিলার জাতীয় পরিচয়পত্রে পিতার নাম ছিল শ্যামা দাশ। স্মার্ট কার্ডে শ্যামা কেটে দাশ রেখেছে। স্মার্ট কার্ডের পেছনের দিকে ঠিকানায় লেখা রয়েছে মুসলিম কোয়াটার, সদর, মৌলভীবাজার পৌরসভা। কিন্তু জেলার নামে মৌলভীবাজার এর স্থলে রয়েছে চাঁদপুর।

দেশের নাগরিকদের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ডে) কিভাবে ইংরেজী বানানে ভুল হলো এ নিয়ে চলছে জেলা জুড়ে আলোচনা সমালোচনা। নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাদের এধরণের ভুল নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

সচেতন নাগরিকরা বলছেন, নির্বাচন কমিশনে যারা কাজ করছেন তাদের অবহেলার কারণে এধরণের ভূল হয়েছে। সরকারের এত টাকা ব্যয় করে তৈরী করা স্মার্ট কার্ডটিতে জেলার নাম, ব্যক্তির নাম, পিতা ও মাতার নাম ভুল রয়েছে। যেখানে নির্বাচন কমিশন বলছে জাতীয় পরিচয়পত্রের ডাটা ট্রান্সপার করে স্মার্ট কার্ডে যোগ করা হয়েছে। সেখানে কি করে একজন ব্যক্তির বাবার নাম পরিবর্তন হয়, জেলার নাম পরিবর্তন হয়। এধরণের ভুল কোনভাবেই মেনে নেওয়া যায় না।

জেলার নাম বানানে ভূল থাকার বিষয়ে একাধিক স্মার্ট কার্ড গ্রহনকারীরা জানান, নির্বাচন কমিশন এত ঢাকঢোল পিটিয়ে যখন আমাদেরকে স্মার্ট নাগরিক বানিয়ে দিলেন, তখন এই ভুল কেন? নাকি নতুন করে ভোগান্তির শুরু? নাকি আমি স্মার্ট দেশের ‘আনস্মার্ট’ নাগরিক?

জেলা নির্বাচন অফিসার মোঃ মোখলেছুর রহমান বানান ভুলের সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি নিয়ে ঢাকায় নির্বাচন কমিশনারের কার্যালয়কে অবহিত করেছি।  ঢাকা থেকে যে সিদ্ধান্ত জানায় সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলায় স্মার্ট কার্ড বিতরণের প্রক্রিয়াটি অব্যাহত থাকবে।

জেলার নামের ইংরেজী বানান ভুলের বিষয়ে মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, Moulvibazar  এর স্থলে Maulvibazar হয়ে গেছে। সংশোধন না হলে প্রতিটা প্রদক্ষেপে ভোগান্তি পোহাতে হবে এ জেলার মানুষের। এই সকল গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে কর্তৃপক্ষের দৃষ্টির অড়াল হলো। আগের জাতীয় পরিচয়পত্র গুলো ভুলে ভরা ছিলো এবার সারা জেলাকে ভুল করে দিল ইসি।

শেয়ার করুন