বিশেষ প্রতিনিধি:
ঢাকায় নিরাপদ সড়কের দাবিসহ নয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পেশাদারিত্বকালে পাঁচ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
পাশাপাশি হামলাকারী জামায়াত,শিবির,ছাত্রলীগ,যুবলীগ ও বিএনপি নেতাকর্মী যেইহোক চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন তারা। তা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশে।
সোমবার (১৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তারা।শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী“র সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারন সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, আহমেদ ফারুক মিল্লাদ, সাংবাদিক মো.কাওছার ইকবাল, দিপংকর ভট্রাচার্য লিটন, বিশ^জিৎ ভট্রাচার্য বাপন, মামুন আহমেদ, মো. সাইফুল ইসলাম, এম এ রকিব, আতাউর রহমান কাজল, অনুজ কান্তি দাশ ও সৈয়দ সালাউদ্দিন আহমদ, আবুজার রহমান বাবলা, জাঁবেদ ভূইয়া, এহসান বিন মোজাহির প্রমুখ।
মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.মনসুর ইকবাল, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া ও সাধারন সম্পাদক মো.কামাল হোসেনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের মানববন্ধনে বক্তারা বলেন, ‘এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও উদ্যোগ দেখা যায়নি। হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় না আনা হলে ভবিষ্যতে সংবাদ বর্জনসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুজবকারী ও চাপাতি বাহিনী চিহ্নিত করেছে। কিন্তু সাংবাদিকদের ওপরে হামলাকারীদের চিহ্নিত এখনো করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।’
যেদলের নেতাকর্মী হোক ! চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের আল্টিমেটাম, মানববন্ধনে সাংবাদিক নেতারা
শেয়ার করুন