- সৈয়দ ছায়েদ আহমদ,শ্রীমঙ্গল থেকে:
‘বিভ্রান্ত তরুণ সমাজ ও প্রাসঙ্গিক ভাবণা’ শীর্ষক মতবিনিময় সভা মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এডাব মৌলভীবাজার জেলা শাখার সহযোগীতায় এবং জেলা প্রশাসক মৌলভীবাজার এর আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এডাব মৌলভীবাজার জেলা কমিটির সাধালণ সম্পাদক ও ম্যাক বাংলাদেশ এর নির্বাহী সম্পাদক এস এ হামিদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল ইসলাম।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: সিরাজুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ, এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম এ আহাদ। এসময় আরো বক্তব্য রাখেন এমসিডা এর প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ঘটনার চিত্র তোলো ধরা হয়। অনুষ্ঠানে ছাত্র- শিক্ষক, সাংবাদিক অভিবাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে ‘বিভ্রান্ত তরুণ সমাজ ও প্রাসঙ্গিক ভাবণা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেয়ার করুন