আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বাষির্কী উপলক্ষ্যে আলহাজ্জ মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ আগষ্ট দুপুরে র‌্যালীটি কলেজের প্রশাসনিক ভবণ থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ অডিটোরিয়ামে এসে শেষ হয়।  এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

পরে কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের আজীবন সদস্য মুজিবুর রহমান মুজিব, কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোস্তাক আহমদ জুয়েল, প্রভাষক অর্ধেন্দু বিকাশ দে, কাকলী ভট্টাচার্য্য, আব্দুল্লাহ আল মারুফ, সুদীপ ভট্টাচার্য্য, ফাহমিদা বেগম।

শেয়ার করুন