-
দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি এবং প্রেস ইনস্টিটিউটের (পিআইবি ) চেয়ারম্যান ও সাংবাদিকতা জগতের কিংবদন্তি সারোয়ার এর মৃত্যুতে
-
কানাডা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জালালাবাদবার্তা ডটকমের সম্পাদক ও প্রকাশক রুহুল কুদ্দুছ চৌধুরী এক বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সাংবাদিকতা জগতের একজন অভিভাবককে হারিয়েছি।
-
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সাংবাদিকতার পেশাদারিত্বে কখনই আপস করেননি। ‘দীর্ঘ সাংবাদিকতা জীবনে শুরু থেকেই গোলাম সারওয়ার সাংবাদিকতার সঙ্গে সাহিত্য ও শিল্পের মেলবন্ধনে বিশ্বাসী ছিলেন।
-
একজন পেশাদার সাংবাদিক যে কতটা নিষ্ঠ সাহিত্যপ্রেমী হতে পারেন, সারওয়ার তার বড় উদাহরণ। দেশের মস্তিস্ক সুস্থ না থাকলে কোনোভাবেই সে দেশের বিকাশ সম্ভব নয়, জানতেন বলেই সারওয়ারের হাতে বরাবর সাহিত্য, শিল্প ও রাজনীতি- এ তিনই নিরাপদ ছিল। তিনি সত্যিকারের বাতিঘরের মতো ছিলেন, আমাদের কাছে; থাকবেনও চিরকাল. বাঙালী জাতি একজন দেশপ্রেমিক কলমযোদ্ধাকে হারালো তার মৃত্যুর এই শূন্যতা কখনো পুরন হবার নয় বলে অভিমত ব্যক্ত করেন।
দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে জালালাবাদবার্তা ডটকমের সম্পাদক ও প্রকাশকের শোক প্রকাশ
শেয়ার করুন