শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৫ আগষ্ট বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের অডিটরিয়ামের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর
অস্থায়ী প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য ও প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, সহকারী কমিশনা (ভূমি) মো: আশেকুল হক, শ্রীমঙ্গল সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ও ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা প্রমুখ।
পরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল থানা প্রশাসন, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠন ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিক্ষা ছাত্র-ছাত্রীরা জাতীর জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
এছাড়াও শ্রীমঙ্গল চৌমহনা চত্তরে আওয়ামীলীগের উদ্যোগে স্থাপিত জাতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা আয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অংঙ্গ সংগঠনের, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের মানুষ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মসজিদ দোয়া ও মিলাদ মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
শেয়ার করুন