ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে থেকে এক ছাত্রীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী তাসনিম আফসানা ইমিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান।
তিনি বলেন, ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে আমরা তাকে গ্রেপ্তার করেছি। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে শামসুন্নাহার হলের সামনে বন্ধুদের নিয়ে চা খাচ্ছিলেন ইমি। এসময় সাদা মাইক্রোবাসে করে একটি দল এসে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় তারা নিজেদের ডিবি বলে পরিচয় দেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। বিষয়টি আমরা অবগত আছি। আটক ইমি কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন।
স/১৬-সূত্র মানবজমিন
হলের সামনে থেকে ঢাবি ছাত্রী আটক
শেয়ার করুন