আগামী মঙ্গলবার পবিত্র ঈদ-উল-আযহা, টরন্টোর ডেন্টোনিয়া পার্কে সর্ববৃহৎ ঈদের জামাত

ছিদরাতুল চৌধুরী, টরন্টোঃ

প্রতি বছরের মতো এবারও টরন্টোর বাংলাটাউন খ্যাত ডেনফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক এলাকার ৮০ থায়রা এভিনিউ (ডেন্টোনিয়া পার্ক খেলার মাঠ) এ খোলা আকাশের নীচে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আগামী ২১শে আগস্ট ২০১৮ মঙ্গলবার (ফিকাহ্ কাউন্সিল অব নর্থ আমেরিকা অনুযায়ী) সকাল ৯টা ৩০মিনিটের সময় অনুষ্ঠিত হবে।

ডি আই সি’র (ডেনফোর্থ ইসলামিক সেন্টার) পক্ষ থেকে জনাব জিল জানাহাইন জায়গীরদার (মিশকী) জালালাবাদবার্তা.কম কে জানিয়েছেন এবছরও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনও ব্যবস্থা নাই।

প্রসঙ্গতঃ ডি আই সি গত কয়েক বছর ধরে খোলা আকাশের নীচে সর্ববৃহৎ এই ঈদের জামাতের আয়োজন করে আসছে। ডি আই সির পক্ষ থেকে ডেন্টোনিয়া পার্কে ঈদের নামাজ আদায় করার জন্য সকল বাংলাদেশী মুসলমান ভাই-বোনদের দাওয়াত জানানো হয়েছে।

 

শেয়ার করুন