- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর হাসান (১২) নামে একটি শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল।
১৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের ধান সিঁড়ি আবাসিক এলাকার মেয়র মহসীন মিয়ার মুধুর বাসার সামনে ডাক বাংলো পুকুরে গোসল করতে নেমে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা সুশীল শীল জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কয়েকটি ছিন্নমুল শিশু পুকুরের পানিতে গোছল করতে নামে। সেখানে পুকুরের ঘাটের সিঁড়ির নিচ দিকে যাওয়া আসা করছিলো তারা। এসময় পুকুরের সিঁড়ির নিচে শিশুটি আটকে যায়। পরে তিনি লোকমুখে ঘটনাটি শুনে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে রাত সাড়ে ৮টায় শিশুটিকে মৃতবস্থায় উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শিশুটির বাবা মা দুইজন দুই এলাকার বসবাস করেন। বাবা আখাউড়া ও মা কুমিল্লায় বসবাস করছে। নিহত ওই শিশুটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বসবাস করে আসছিল।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, শিশুটির মৃতদেহ থানায় রয়েছে। তার পুরো নাম-ঠিকানা এখনো জানা যায়নি। পরিবারের কেউ আসেনি। জানা গেছে শিশুটি স্টেশন সংলগ্ন একটি কলনীতে বসবাস করে। মাঝে মাঝে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ঘুমায়। তার বাবা মানসিক রোগী। তিনি আখাউড়া রেলওয়ে স্টেশনে থাকেন।
শ্রীমঙ্গলে নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর ঘাটের নিচ থেকে শিশুর লাশ উদ্ধার
শেয়ার করুন