মৌলভীবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত আহত-১

 

  • মো: মাহবুবুর রহমান রাহেল: মৌলভীবাজারের  পিকআপ ভ্যানের ধাক্কায় রাহিম মিয়া (২০)নামে এক মোটরসাইকেল আরোহী হয়েছেন। এ ঘটনায় জনি মিয়া (২৩) নামে একজন আহত হয়েছেন।

    শুক্রবার (১৭ আগষ্ট) রাত ১০ টার দিকে মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের জগন্নাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রাহিম মিয়া ১১নং মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া গ্রামের সুন্দর মিয়ার ছেলে।

    জানা যায়, রাহিম মিয়া ও জনি মিয়া রাতে মোটরসাইলে যোগে জগন্নাথপুর গ্রাম থেকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজন গুরতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাহিমকে তাকে মৃত ঘোষণা করেন।

    মৌলভীবাজার মডেল থানার সহকারী এসআই শিলা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন