সিলেট শাহী ঈদগাহর সবচেয়ে পুরানো মুসল্লী অর্থমন্ত্রী মুহিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে| প্রধান জামাতে নামাজ আদায় করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

নামাজ শেষে অর্থমন্ত্রী বলেন- ‘দেশের সবচেয়ে পুরানো ঈদগাহ হচ্ছে সিলেটের এই শাহী ঈদগাহ। এটি প্রায় ৬০০ বছর আগের। আজ আমরা সকলে এই ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করলাম। এই নিয়ে ৭৮তম বার আমি সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে নামাজ আদায় করলাম। আমার চেয়ে পুরানো কোন মুসল্লি হয়ত আজ এই ঈদগাহে নেই’।

বিশ্ববাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন- পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সেই শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে ত্যাগ ছাড়া বড় কিছু অর্জন করা সম্ভব হয় না।

শেয়ার করুন