-
স্টাফ রিপোর্টার॥ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল আযহার নামায পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।২১ আগষ্ট মঙ্গলবার সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ অংশ নেয়।নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)।এছাড়া জেলার বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক ঈদের নামায আদায় করার খবর পাওয়া গেছে।আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) জানান, ১২ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন।
একদিন আগে ঈদ উল আযহার নামায পড়লেন শতাধিক মুসল্লী
শেয়ার করুন