মৌলভীবাজার ঈদুল আজহার নামায় আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষ

মৌলভীবাজার প্রতিনিধি:
বৃষ্টি উপক্ষো করে মৌলভীবাজার জেলাসহ সবকটি উপজেলার বিভিন্ন ঈদগাহে ও মসজিদে ঈদুল আজহার জামাত আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষ।
বুধবার সকালে মৌলভীবাজার হযরত শাহ্ মোস্তফা (র:) টাউন ঈদগাহ মাঠে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের ইমাম ও টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শামসুল ইসলাম।
জামাত পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পৌর মেয়র মো. ফজলুর রহমান ও ঈদাগাহের ভূমি দাতা সৈয়দ শফিউল আলম। পরে একই স্থানে সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় আরো দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তিনটি জামাতে জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।

এদিকে সাংবাদিক মামুন আহমদ জানিয়েছেন, শ্রীমঙ্গল শহরের শাহী ঈদগাহে প্রধান জামাতে হাজারো মানুষের উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মানুষ ।
বুধবার সকাল ৭টায় জামাতে অংশ নেন সার্বেক চীফ হুইপ ও সংসদীয় প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপিসহ শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদগাহে ঈদের নামাজে জমায়েত মানুষের সারি পার্শ্ববর্তী রাস্তায় ছড়িয়ে পড়ে। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার কুলাউড়া,জুড়ি,কমলগঞ্জ ও বড়লেখায় উপজেলায় বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামায় আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

সা/২০১৮-২২

শেয়ার করুন