কমরেড পান্না সোম এর পরলোকগমন

টরন্টো প্রতিনিধিঃ

কমরেড পান্না সোম

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সু পরিচিত মুখ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সমাজ সেবী, কমরেড পান্না সোম (পানু কাকু) আর আমাদের মধ্যে নেই। আজ ২২ আগস্ট বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১০মিনিটে জেলার শ্রীমঙ্গল শহরে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন।

“দিব্যান লোকান স গচ্ছতু”

জালালাবাদবার্তা.কম কে মুঠোফোনে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টোর সাবেক সাধারন সম্পাদক শ্রী আশীষ পাল।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। কমরেড সোম টরন্টোর বিশিষ্ঠ ব্যবসায়ী, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সাধারন সম্পাদক এবং মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টোর সহ-সভাপতি সুদীপ সোম রিংকুর কাকু।

 

শেয়ার করুন