মনজু বি: চৌ: “সবার জন্য বিশুদ্ধ পানি” এই স্লোগান কে সাথে নিয়ে আইজেডআই ফাউন্ডেশন কর্তৃক মৌলভীবাজার সদর উপজেলার সাম্পাসী গ্রামে অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি পান করার জন্য আইজেডআই ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন করা হয়েছে ।
মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় উক্ত টিউবওয়েল টি উদ্ধেধন করেন এর আইজেডআই ফাউন্ডেশনের কর্তৃক চেয়ারম্যান লন্ডন প্রবাসী শেখ মোঃ আশরাফ উদ্দিন।এতে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মুহিব উদ্দিন আঙুর মিয়া ,লন্ডন প্রবাসী মোঃ শেখ মোস্তাক উদ্দিন, মোঃ আলতাফুর রহমান, আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম আহমদ, মাহমুদুর রহমান, এম এ সামাদ চোধুরী, মোহাম্মদ মেরাজ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
আইজেডআই ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, বাংলাদেশে যেখানে বিশুদ্ধ পানির অভাব রয়েছে সেখানে আইজেডআই ফাউন্ডেশন থেকে মানুষকে সুস্হ রাখার জন্য বিশুদ্ধ পানির টিউবওয়েল করা হবে ।এতে তিনি সরকারের পাশাপাশি সকল জনসাধারণের পক্ষ থেকে সহযোগিতা চান ।