বাড়লো চা শ্রমিকের মজুরি

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • মেয়াদোত্তীর্ণ চুক্তির ২২ মাস পর অবশেষে দেশের অন্যতম চা শিল্পের শ্রমিকদের দৈনিক মজুরি ও বোনাস বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে একজন শ্রমিকের দৈনিক ৮৫ টাকা মজুরি বাড়িয়ে ১০২ টাকা করা হয়েছে। আগামী সোমবার থেকে এ চুক্তি কার্যকর হবে বলে উভয়পক্ষ সম্মত হয়েছেন। গত ২০শে আগস্ট ঢাকার মহাখালিতে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে এই দ্বি-পাক্ষিক চুক্তি(এম ও ইউ) স্বাক্ষরিত হয়েছে বলে শুক্রবার বিকেলে দৈনিক মানবজমিনকে জানালেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী।
    বর্তমানে চা শ্রমিকদের এ,বি ও সি ক্যাটাগরি বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে শ্রমিকদের কোন ক্যাটাগরির মজুরি কত বেড়েছে তা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এটা এগ্রিমেন্টের (এম ও ইউ’র) পূর্বসমঝোতা।

    আপাতত স্বাভাবিকভাবে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি ধরা হয়েছে ১০২ টাকা। এটা জেনারেলি এ ক্লাসের জন্য। অন্যান্য ক্যাটাগরির শ্রমিকের সিদ্ধান্ত এখনও হয় নাই। পরবর্তীতে এগ্রিমেন্টের মাধ্যমেই সব কিছু ফাইনাল হয়ে আসবে’।
    রামভজন কৈরী বলেন, ‘বর্তমানে একজন শ্রমিক ২ হাজার ৭২০ টাকা বোনাস পাচ্ছেন। এখন তা বেড়ে ৪ হাজার ৫৯০ টাকায় বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া মাসিক বেতনধারী একজন শ্রমিক ৩ হাজার ৬৫০ টাকা পেতেন। এখন তা বেড়ে ৫ হাজার ২০০ টাকা করা হয়েছে। এছাড়া এখন থেকে ক্যাজুয়েল বা অস্থায়ী ঠিকাদফার শ্রমিকরা পার্মানেন্ট বা মান্থলী বেতনধারী শ্রমিকদের মজুরীর সমান পাবেন।

শেয়ার করুন